পাঞ্জাব চণ্ডীগড় এর বাসিন্দা নন্দ কিশোর কে 05.08.2021 তারিখের ড্র তে ডিয়ার সাপ্তাহিক লটারির টিকিট নাম্বর 93A-47245 এনে দেয় এক কোটি টাকার প্রথম পুরষ্কার।
তিনি এক কোটি টাকার প্রথম পুরষ্কার পেয়ে খুবই উচ্ছাসিত। বিজয়ী বললেন,
“লটারি সম্পর্কে আমার খুব একটা ধারনা ছিল না, তাই কোন দিন লটারির টিকিট কাটার কথা ভাবিনি। কিন্তু টেলিভিশনের সমস্ত চ্যানেলে এবং প্রায় সমস্ত খবরের কাগজে এই ডিয়ার লটারির বিজ্ঞাপন দেখে আমার মধ্যে এই লটারি কাটার ইছহে হয়। আমি সবস্ময় একটা কথাই ভাবতে থাকি যে, সামান্য কিছু টাকা দিয়ে লটারির টিকিট কিনে একবারের জন্য হলেও আমার ভাগ্য টা পরীক্ষা করে দেখা জেতে পারে। একদিন আমি ও আমার ভাগ্য টা পরীক্ষা করে দেখা জেতেই পারে। একদিন একদিন আমি ও আমার কিছু বন্ধুরা মিলে ডিয়ার লটারির কিছু টিকেট কিনি এবং কি আশ্চর্য আমি কোটি টাকা জিতে যাই।
“এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন।আমি এক কোটি টাকা জিতে এতই আনন্দিত যে তা ভাষায় প্রকাশ করতে পারব না।এই অর্থের পরিমান দিয়ে আমি আমার এবং আমার পরিবারের জীবন যাত্রার মান উন্নত করব।আমাকে কোটি পতি করার জন্য আমি ডিয়ার সাপ্তাহিক লটারির কাছে ঋণী।আমার সব স্বপ্ন পুরন হবার জন্য আমি খুবি সন্তুষ্ট।আমার পরিবার খুবই উচ্ছাসিত এবং তারা বিশ্বাস করতে পারছেনা যে আমি কোটিপতি হয়েছি’’।
ডিয়ার সাপ্তাহিক লটারির প্রতিটি ড্র সরাসরি দেখা যায় বলে, কে বিজেতা হচ্ছেন তাও সহজেই জানা যায়।
Source:
https://www.uttarbangasambad.in/uploadedfiles/2021-09-02_3js.pdf
Published in Uttar Banga Sambad 02.09.2021 Edition.